জাতীয়

বনানী কবরস্থানে শায়িত হলেন আবরার

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকার বনানী কবরস্থানে শায়িত হলেন বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বনানী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এ সময় তার বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আবরারের সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এর আগে দুপুর দেড়টার দিকে মিরপুর সেনানিবাসে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে তার জানাজা হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণি সড়কে বেপরোয়া বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সু-প্রভাত পরিবহনের রুট পারমিট ইতিমধ্যেই বাতিলের ঘোষণা দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/মাকসুদ/সাইফ