জাতীয়

মিরপুর সড়কে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক ও বিইউপি শিক্ষার্থী আবরারের নিহতের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার ঢাকার বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করা হয়েছে। এদিকে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবরোধ করেন। প্রথমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পরে ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল, রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা রাস্তায় নামেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী নিয়ন রহমান বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। গত বছরও আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু ওই সময় নানা প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করা হয়নি।’ মিরপুর সড়াকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় মারা যান বিইউপি ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরী। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আরিফ আহম্মেদ চৌধুরীর বড় ছেলে। রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/নূর/ইভা