জাতীয়

প্রগতি সরণি ছাড়া সব মোড় ছেড়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কর্মসূচি আজ বুধবারের মতো স্থগিত করেছে। তবে প্রগতি সরণিতে তারা অবস্থান অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা বলেছে, বৃহস্পতিবার সকালের আগে আট দফা দাবি মেনে না নিলে তারা ফের সড়কে অবস্থান নেবে। প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসহ সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবে বলে জানিয়েছে। ভাটারা থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা এখনো সড়কে অবস্থান করছেন। সেখানে নিরাপত্তার প্রয়োজনে পুলিশ মোতায়েন রয়েছে। এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’ শাহবাগ থানার এস আই মফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। এখন শাহবাগ এলাকায় যানচলাচল স্বাভাবিক হচ্ছে।’ কোতোয়ালী থানার ওসি মশিউর রহমান বলেন, ‘রায় সাহেব বাজারে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা অবস্থান ছেড়ে দিয়েছেন। এই এলাকায় যানবাহন চলছে।’ নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘সায়েন্সল্যাব এলাকা থেকে অবরোধ উঠে গেছে। এখন এই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’ শেরে বাংলা থানার এসআই আনোয়ার হোসেন জানান, ড্যাফোডিল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। এখন মিরপুর রোডে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। শাহবাগে অবরোধ স্থগিত করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হাসান আট দফা দাবি বাস্তবায়নে আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা যে আট দফা দাবি দিয়েছে তা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তা না হলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আমরা আবার সড়কে নামবো। শুধু আশ্বাস দিলে হবে না, আমাদের দাবিগুলো মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।’ তিনি বলেন, ‘এর আগেও আমাদের অনেক আশ্বাস দেওয়া হয়েছে।  কিন্তু কোনও কাজ হয়নি। সড়কে মানুষ মরছেই।’ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত পরিবহনের একটি বাসের চাপায় মারা যায় বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আরাফাত আহমেদের বড় ছেলে। সড়কে শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে রোববার (১৭ মার্চ) শুরু হয়েছে পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ। ট্রাফিক সপ্তাহের মধ্যেই বাস চাপায় এই শিক্ষার্থী প্রাণ হারাল। আবরারের প্রাণহানির প্রতিবাদ, বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আজ বুধবার দ্বিতীয় দিনে এ আন্দোলন ঢাকাব্যাপী ছড়িয়ে পড়ে। রাজধানীর শাহবাগ, রায়সাহেব বাজার, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ফার্মগেট, প্রগতি সরণি ও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে। এতে তীব্র যানজট ও পরিবহন সংকট তৈরি হয়েছে। অসহনীয় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/নূর/শাহনেওয়াজ