জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুজন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শিক্ষক আব্দুর রাজ্জাক। এ সময় একটি তেলের লরি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। এদিকে, বুধবার রাতে পল্টন মোড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তিকে (৪০) একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/মাকসুদ