জাতীয়

ডুয়েলগেজ হচ্ছে সিলেট-আখাউড়া রেলপথ

নিজস্ব প্রতিবেদক : আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেলপথ মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তর হচ্ছে। মঙ্গলবার একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আখাউড়া-সিলেট রেলপথ ডুয়েলগেজে রূপান্তর প্রকল্প অনুমোদনের তথ্য জানান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় সিলেট রেল স্টেশনসহ এই রুটের আরো বেশ কয়েকটি রেল স্টেশনকে আধুনিকায়ন করা হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, এই প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে এ রুটে বড় কনটেইনার ও যাত্রী পরিবহনে গতি আসবে। ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার টার্গেট রয়েছে। তিনি বলেন, এই প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ৪৫০ কোটি টাকা জোগান দেওয়া হবে। বাকি ১০ হাজার ৬৫৪ কোটি ৩৬ লাখ টাকা ঋণ দেবে চীন সরকার। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার টার্গেট রয়েছে রেলওয়ের। রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৯/হাসিবুল/সাইফ