জাতীয়

সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের তথ্য চাওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে চেয়েছে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ সভাপতিত্ব করেন। এ সময় বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়সা খান অংশ নেন। বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উত্তর দিকে কেবিন ব্লকের পেছনে ১২ বিঘা জমির ওপর দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের (অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল) অর্থায়নে নির্মিতব্য সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের সেপ্টেম্বরে এটি উদ্বোধন করা হয়। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে সংসদীয় কমিটি। রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৮ এ‌প্রিল ২০১৯/আসাদ/সাইফ