জাতীয়

‘শেখ হাসিনার নেতৃত্বে জনগণ বিশ্বাস রেখেছে’

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ অর্থনৈতিক মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশ্বাস রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাস রেখেছিল।  যে বিশ্বাসের জন্য দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে।  আবার বাংলাদেশের মানুষ একটা বিশ্বাসের জায়গায় এসেছে শেখ হাসিনার প্রতি, যে তার নেতৃত্বেই এ বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব। বাংলাদেশের মানুষ একটা বিশ্বাসের জায়গা পেয়েছে।  এ কারণে অনেকে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর চেষ্টা করেও পারে নাই। ’ প্রতিমন্ত্রী শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সামাজিক সংগঠন ‘ধরিত্রী বাংলাদেশ’ এর ১৫ বছর পূর্তি উপলক্ষে ‘পৃথিবী আমার, দেশ আমার, সমাজ আমার, কাজও আমার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকালীনই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর উপযুক্ত সময়, এমন মন্তব্য করে খালিদ মাহমুদ বলেন, ‘এই মুহূর্তে যদি পৃথিবীর নেতৃত্বগুলো দেখি, শেখ হাসিনার মতো এমন নেতৃত্ব কোনো দেশে, কোনো অঞ্চলে নাই।  বহুমাত্রিক সমস্যা মোকাবিলা করে একটা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতৃত্ব শেখ হাসিনা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো দেশে নেই।  আমাদের দেশ হলো সেই দেশ যেখানে এখনো কিছু মানুষ স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।  সেই দেশের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।  ভবিষ্যতে বাংলাদেশে আর এমন নেতৃত্ব আসবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের স্বপ্নের বাস্তবায়ন করতে পারব কি না, সেটাই চ্যালেঞ্জ।  যে স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই।  আমাদের অর্থনীতি স্বাধীনতাবিরোধীদের হাতে চলে গিয়েছিল।  এই সমাজ তারা বিকৃত করেছে।  ইতিহাস বিকৃত করেছে।  ভুল শিক্ষা দিয়েছে।  সেখান থেকে আমাদের ফিরিয়ে আনার মহান দায়িত্বটি নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ’ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে।  দায়িত্ববোধ যদি জাগ্রত না হয় তাহলে ধরিত্রীকে বাঁচাতে পারব কি না, সন্দেহ রয়েছে। ’ নদী তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকাসহ দেশবাসীর সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স  আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালিম চন্দ্র বর্মণ, মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান ও সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাওহীদা রশীদ।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/সাওন/সাইফুল