জাতীয়

রাজধানীতে ১৫ দিনব্যাপী স্ক্র্যাপ মেটাল ভাস্কর্য প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান সোসাইটি লেকপার্কে শুরু হয়েছে ‘ডুয়েটস ইন মেটাল অ্যান্ড ওয়াটার’ শীর্ষক স্ক্র্যাপ মেটাল ভাস্কর্য প্রদর্শনী। গুলশান সোসাইটি ও সিআরপির যৌথ উদ্যোগে শনিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশান-২, লেকপার্কে ১৫ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।  প্রদর্শনীতে বিক্রি হওয়া ভাস্কর্যের টাকা সিআরপিতে দান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ডুয়েটস ইন মেটাল অ্যান্ড ওয়াটার-জল ইস্পাতের ঐক্যতান’ শীর্ষক স্ক্র্যাপ মেটাল ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন।  সভাপতিত্ব করেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট শাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ।  স্বাগত বক্তব্য দেন  গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে সিআরপিতে চিকিৎসারত পক্ষাঘাতগ্রস্ত রোগীদের উদ্দেশে ড. গওহর রিজভী বলেন, ‘আপনারা প্রতিবন্ধী নন, আমাদের সমাজ আপনাদের প্রতিবন্ধী করে রেখেছে।  আমি ৪০ বছর শিক্ষকতা করে দেখেছি প্রতিবন্ধীরাও সুযোগ পেলে নিজেদের মেধার বিকাশ করতে পারেন। প্রতিবন্ধীদের মেধা বিকাশের সুযোগ দেওয়া আমাদের সমাজের দায়িত্ব।  আমরা যদি তাদের জন্য আরও কাজ করি, প্রতিবন্ধীদের জন্য আরো স্কুল-কলেজ করি, তাহলে তারা আমাদের সমাজ গঠনে অনবদ্য ভূমিকা রাখবে। ’ ড. গওহর রিজভী বলেন, ‘আমি নিজেকে গুলশানের আদি বাসিন্দা হিসেবে পরিচয় দিতে পছন্দ করি।  গুলশানের আদি জৌলুস ফিরিয়ে আনতে দিন রাত কাজ করছে শুক্লা সারওয়াত সিরাজ তথা গুলশান সোসাইটি।  এজন্য গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেলসহ সকলকে আন্তরিক ধন্যবাদ।’ প্রধান অতিথি আরো বলেন, ‘সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর প্রায় ৫০ বছর ধরে বাংলাদেশের পক্ষাঘাতগ্রস্তদের জন্য কাজ করে যাচ্ছেন।  প্রায় দশ বছর আগে একটি ভবন ধসে পড়লে তার সাথে আমার প্রথম দেখা হয়।  তখন আমি তার কাজের গুরুত্ব ও বঞ্চিতদের জন্য তার কাজ করার অদম্য স্পৃহা বিষয়ে জানতে পেরেছি।  পক্ষাঘাতগ্রস্তদের নিয়ে কাজ করা ভ্যালেরি টেইলরকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বলেন, ‘নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আরহাম ফেলে দেওয়ার ধাতুর টুকরো থেকে ভাস্কর্য তৈরি করে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য কাজ করার চেষ্টা করছেন, যা প্রশংসার দাবিদার। ’ এ উদ্যোগ প্রতিবন্ধীদের সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার। অনুষ্ঠানে গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ বলেন, ‘সমাজকে সুন্দর মতো গড়ে তুলতে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে গুলশান সোসাইটি। মেধা বিকাশে সহায়তার অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  ভাস্কর ও শিল্পী আরহাম আল হোসেন ফেলে দেওয়া ধাতব টুকরা ও প্রাণীর সমন্বয় অনবদ্য এসব ভাস্কর্য সৃষ্টি করেছেন। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের সহায়তা করার চেষ্টা করছেন তিনি।  এ প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সিআরপির কল্যাণ তহবিলে জমা হবে।’ রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/সাওন/সাইফুল