জাতীয়

ধর্মীয় অনুষ্ঠানে সিরিজ বোমা হামলা অমানবিক

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় দেড়শতাধিক নিহত ও তিন শতাধিক আহত হওয়ায় ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। রোববার এক শোক বার্তায় স্পীকার বলেন, ধর্মীয় অনুষ্ঠানে সিরিজ বোমা হামলা একটি অমানবিক ঘটনা। এ ঘটনা বিশ্ব বিবেকের প্রতি আঘাত। ধর্মীয় উগ্রবাদ এবং যে কোন জঙ্গী সহিংসতা থেকে বিরত থাকার জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহবান জানান। শ্রীলংকার রাজধানী কলম্বো ও অন্যান্য এলাকায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে পালনকালে তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা  ঘটে।   স্পিকার নিহতদের আত্মার শান্তি কামনা করেন, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শ্রীলংকায় নিহতদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২১ এ‌প্রিল ২০১৯/আসাদ/শাহনেওয়াজ