জাতীয়

শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে হেল্পলাইন চালু

সচিবালয় প্রতিবেদক : শ্রীলঙ্কায় মর্মান্তিক সিরিজ বোমা হামলার সর্বশেষ তথ্য জানতে শ্রীলঙ্কাস্থ বাংলাদেশ হাইকমিশন হেল্পলাইন সেবা চালু করেছে। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হেল্পলাইন নম্বরটি হচ্ছে +৯৪১১৭৩৯৯৪৫৩। সিরিজ বোমা হামলার সর্বশেষ তথ্য জানতে এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলার পর রাজধানী কলম্বোতে নতুন করে আরো দুটি বিস্ফোরণ হয়েছে। রোববার দেশটির তিনটি চার্চ ও তিন হোটেলে ছয়টি বিস্ফোরণে বহু হতাহত হওয়ার কয়েক ঘণ্টা পর নতুন বিস্ফোরণ দুটি ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক, হোয়াটস অ্যাপসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে ২০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০০ জন। রোববার ছিল খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এদিন সকালে প্রথমে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/হাসান/সাইফ