জাতীয়

রানা প্লাজা ধস : জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজার ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। বুধবার ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ‘রানা প্লাজার ঘটনা কোন দুর্ঘটনা নয়। এটা মানুষের সৃষ্টি । কোনোভাবে এই মানুষদের ক্ষমা করা যায় না। ৬ বছর অতিবাহিত হলেও রানা প্লাজার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কোনো শাস্তি হয়নি। অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এ সময় তারা আরো কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অবিলম্বে রানা প্লাজার ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত ও আহতদের মধ্যে যারা এখনো ক্ষতিপূরণ পায়নি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। আইবিসির চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত আইবিসির মহাসচিব সালাউদ্দিন শপন, ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/সাওন/ইভা