জাতীয়

অভিনেতা সালেহ আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীনতা পদক প্রাপ্ত গুণী অভিনেতা সালেহ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সালেহ আহমেদ বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।  সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অ্যাপোলো হাসপাতালে ভর্তির পরে অবস্থার অবনতি হলে সিসিইউতে রাখা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। উল্লেখ্য, গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য সঞ্চয়পত্র হিসেবে ২৫ লাখ টাকা অনুদান দেন সালেহ আহমেদকে। এক শোক বার্তায় স্পিকার বলেন, ‘সালেহ আহমেদ ছিলেন বাংলাদেশের বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একাধারে নাট্যকর্মী, অভিনয় শিল্পী এবং বলিষ্ঠ কৌতুক অভিনেতা।  তার মৃত্যু এদেশের চলচ্চিত্র ও নাট্যঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’ স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়াও, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফুল