জাতীয়

ওষুধ জাতীয় পণ্য প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘সম্প্রচার আইন পাস হলে এ ধরনের বিজ্ঞাপন (সকল প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসার বিজ্ঞাপন) প্রচারের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ওষুধ জাতীয় পণ্য, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র প্রচার মাধ্যমে ইত্যাদির বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বিজ্ঞাপনদাতার কাছে থাকতে হবে।’ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘বেসরকারি টিভি চ্যানেলে সকল প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।  এ বিষয়ে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে কি না?’ জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সরকারি দলের আলী আজমের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘দেশের বাইরে ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।  এশিয়া স্যাট-৭ ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এ সম্প্রচার কাজ চলছে।’ সরকারি দলের সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিগগিরই দেশের মানুষ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মানসম্মত অনুষ্ঠান দেখতে পাবেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বিটিভিতে কোনো ফরমায়েশি অনুষ্ঠান প্রচার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। বিটিভি এখন আর কোনো ধরনের ফরমায়েশি অনুষ্ঠান প্রচার করছে না।’ তিনি বলেন, ‘এখনো সারা দেশে দর্শক অনেক বেশি।  বিটিভির দর্শকদের মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।  শিগগিরই দেশের মানুষ বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান দেখতে পাবেন।’

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফুল