জাতীয়

সড়কে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের সড়কে দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য (২১) মারা গেছেন। দুর্ঘটনায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সি জানান, ‘ওই শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়। সেখান থেকে পাঠাওযোগে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঠাওচালকও আহত হন। তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহমিদা হক লাবণ্য। লাবণ্যের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/মাকসুদ/রফিক