জাতীয়

বছরে ৩ কোটি ৬ লাখ ৫৫ হাজার মেট্রিক টন খাদশস্যের চাহিদা

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে বর্তমানে ১৬ কোটি ৫০ লাখ জনসংখ্যার জন্য প্রতিদিন প্রতিজনের ৫০৯ গ্রাম হিসাবে বছরে ৩ কোটি ৬ লাখ ৫৫ হাজার মেট্রিক টন খাদশস্যের চাহিদা রয়েছে।’ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে নিট ৩ কোটি ২৮ লাখ ৬০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উপাদন হয়।  এর মধ্যে ৩ কোটি ১৯ লাখ ৫৫ হাজার টন চাল এবং ৯ লাখ ৩৪ হাজার টন অন্যান্য খাদ্যশস্য রয়েছে।  এ হিসাবে ২২ লাখ ৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উদ্বৃত্ত উৎপাদন হয়েছে।  চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন হওয়ায় বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই।’ সরকারি দলের শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসন্ন বোরো মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে মোট ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১০ লাখ মেট্রিক টন চাল ও ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।  প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ২৬ টাকা, সিদ্ধ চালের প্রতি কেজি ৩৬ টাকা ও আতপ চালের প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।’ চলতি মাস থেকেই এ সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফুল