জাতীয়

হোটেলগুলোয় নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক : জঙ্গিবিরোধী জনসচেতনতার অংশ হিসেবে গুলশান বিভাগের সব হোটেল মালিকদের সঙ্গে হোটেলের নিরাপত্তা জোরদার করার জন্য মতবিনিময় করেছেন পুলিশ কর্মকর্তারা। রোববার গুলশান জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান গণসংযোগ সপ্তাহের প্রথম দিন এ মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে হোটেলে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে এবং সিসিটিভি স্থাপন করে হোটেলের নিরাপত্তা জোরদার করতে হবে। হোটেলের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে পরিচয়পত্র, ঠিকানা যাচাই করে, প্রয়োজনে পুলিশের মাধ্যমে ভেরিফাই করে নিয়োগ করা যেতে পারে।’ এছাড়া মতিঝিল বিভাগ মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে বায়তুল মোকারম মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা। প্রত্যেক মুসল্লিকে দেহ তল্লাশির মাধ্যমে মসজিদে প্রবেশ করানো হয়। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে ডিএমপির গোয়েন্দা বিভাগ ও অন্যান্য ক্রাইম বিভাগ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় বিভিন্ন যানবাহন ও ব্যক্তির সাথে থাকা ব্যাগ, প্রয়োজন সাপেক্ষে দেহ তল্লাশি করছে পুলিশ। আগামী ৪ মে পর্যন্ত এ গণসংযোগ সপ্তাহ চলবে বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফ