জাতীয়

আগামী বাজেটে অভিবাসী খাতে বরাদ্দ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : আগামী বাজেটে অভিবাসীদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। সোমবার অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত ‘অভিবাসীর বাজেট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সে তাদেরও ন্যয্য অধিকার রয়েছে। বাংলাদেশের উন্নয়নে অভিবাসীদের অবদান অনন্য। আমাদের সংবিধানে বৈষম্যের কোনো সুযোগ নেই। এই সংবিধান বঙ্গবন্ধুর হাতেগড়া সংবিধান। বিশেষ অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মৃণাল কান্তি দাস বলেন, বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা এবং দূতাবাসের লোকবল বৃদ্ধির জন্য স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হবে। বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুত করে তোলা সম্ভব। বিদেশে কর্মস্থলে কোনো অভিবাসী কর্মী যাতে হয়রানির শিকার না হয়-এ বিষয় স্মরণ করে তিনি বলেন, ‘কর্মস্থলে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করতে হবে।’ নারী কর্মীদের নিরাপত্তার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা। দক্ষ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে ২০৩০ সালের আগেই বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করা সম্ভব। তিনি বলেন, আমাদের অভিবাসী কর্মীরা বিদেশে সুনামের সাথে কাজ করছে। তারা যেকোনো নতুন ভাষা এবং পরিবেশের সাথে দ্রুততার সাথে মানিয়ে নিতে পারেন।’ মূল প্রবন্ধে ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, বিদেশে নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকায় অভিবাসী কর্মীরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। এবারের ‘অভিবাসীর বাজেট’ আলোচনায় ওকাপ ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের অনতিবিলম্বে জাতীয় সামাজিক নিরাপত্তা বেস্টনির মধ্যে আনার দাবি জানিয়েছেন। ওকাপ চেয়ারম্যান বলেন, নারী অভিবাসীদের পুনর্বাসন করা না গেলে অবস্থা ক্রমশই জটিল হবে। যা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।’ ওকাপ টানা তৃতীয়বারের মতো এই প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পাঁচশ অভিবাসী কর্মী এই প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মনিরুছ সালেহীন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি নুরুল কাদের, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওম), বাংলাদেশের চিফ অব মিশন গিয়র্গি গিগরিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/হাসান/সাইফ