জাতীয়

ফখরুলের চিঠি আমিও খুঁজছি : স্পিকার

সংসদ প্রতিবেদক : অসুস্থতাজনিত কারণে পরে শপথ নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি দিয়েছেন বলে বিএনপির সূত্র ধরে সংবাদ ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বিএনপি মহাসচিবের এ সংক্রান্ত কোনো অফিসিয়ালি চিঠি স্পিকারের দপ্তরে পৌঁছায়নি। বিষয়টি  নিশ্চিত করেছেন স্পিকার নিজেই। স্পিকার তার দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘কোথায় চিঠি, আমিও খুঁজছি। আপনারা এ বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করেন।’ বিএনপি মহাসচিব নিজেই মঙ্গলবার বলেছেন তিনি চিঠি দেননি। তিনি শপথ নেবেন না। এটাও নাকি দলেরও সিদ্ধান্ত। সেক্ষেত্রে শপথ নেওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তার আসন কি শূন্য হয়ে গেল? স্পিকার বলেন, সে কথা তো আমি বলিনি। এ বিষয়ে সংবিধান অনুযায়ী যে ব্যবস্থা আছে, সেটা হবে। স্পিকার বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন, তাহলে পরেও শপথ নিতে পারবেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, চিঠি আমার দপ্তরে এখনও এসে পৌঁছায়নি। তবে সেই চিঠি নির্ধারিত সময়ের মধ্যে সংসদ ভবনের কোথাও রিসিভ হয়ে থাকলে, তাহলেই হলো। রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফ