জাতীয়

৪০তম বিসিএসের প্রিলিমিনারি ৩ মে

সচিবালয় প্রতিবেদক : ৪০তম বিসিএসের  প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে (শুক্রবার)। এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার দিন মোবাইল ফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস, গহনা অলঙ্কার, বইপত্র, মানিব্যাগ/ব্যাংক কার্ড পাওয়া গেলে তা বাজেয়াপ্ত এবং প্রার্থিতা বাতিল ও সব ধরনের নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/হাসান/এনএ