জাতীয়

উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ পরিবেশমন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক: বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) উন্নয়ন প্রকল্পসমূহের কাজ দ্রুত শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এ নিদের্শ দেন। মন্ত্রী বলেন, ‘যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি জাতীয় উন্নয়নকে পিছিয়ে দেবে যা কোনো ভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার যে লক্ষ্যমাত্রা জাতির কাছে উপস্থাপন করেছেন তা বাস্তবায়ন করতে হলে আমাদের আরো দ্রুতগতিতে কাজ করতে হবে।’ এসডিজি অর্জনের লক্ষ্যে প্রত্যেকটি প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। সভায় পরিবেশ উপমন্ত্রী হাবিবুর নাহার, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, পরিবেশ মন্ত্রণালয়, বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/হাসান/শাহনেওয়াজ