জাতীয়

চলচ্চিত্র অনুদান বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি

জ্যেষ্ঠ প্রতিবেদক : জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় চলচ্চিত্র অনুদান বিষয়ে তথ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘২০১৮-১৯ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে।  অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি সারাহ বেগম কবরীর “এই তুমি সেই তুমি” এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের “১৯৭১-সেইসব দিন”  দুটি চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির চারজন অজানা কারণে ক্রমাগতভাবে অসম্মতি প্রকাশ করে আসছিলেন। ’ এতে আরো বলা হয়, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেওয়ার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবকটি চলচ্চিত্রের সাথে উল্লিখিত দুটি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়, যার সাথে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেছেন। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’

   

রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/নঈমুদ্দীন/সাইফুল