জাতীয়

‘দুই গৃহকর্মীর মৃত্যুর কারণ জানে না পুলিশ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : উত্তরায় দুই গৃহকর্মীর মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তারা বাসা থেকে বের হয়ে ছাদের দিকে গেলেও কীভাবে পাশের ভবনে গেল তাই এখন তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে বুধবার ভোরে রুবি (১৭) ও হালিমার (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার বিকেলে এ বিষয়ে কথা হয় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহার সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ফ্ল্যাটের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে কারণ উদঘাটনে। সেখানে দেখা যায়, দুই কিশোরী ব্যাগপত্র নিয়ে ছয় তলার ছাদে উঠেছে। তারা ছাদ কীভাবে গেল, সেখান থেকে পাশের ভবনের এক তলার ছাদে কীভাবে এল তাই এখন প্রশ্নের বিষয়। কেননা তারা নিজেরাও লাফ দিতে পারে। কিংবা কেউ ফেলেও দিতে পারে। দুটি বিষয়ের আবার কারণও থাকতে পারে। যার তদন্ত চলছে। এ কারণে এ মুহূর্তে তাদের মৃত্যুর কারণ জানা যাচ্ছে না।’ স্থানীয়রা জানান, মাজেদ নামের গার্মেন্টস ব্যবসায়ীর কাজ করতো দুই গৃহকর্মী। তারা প্রায় ৮ মাস ধরে এখানে কাজ করছে। ঘটনার পর মাজেদ গণমাধ্যমকে জানান, ‘তারা বাসা থেকে চলে যায় একদিন আগে। তারপর থেকে আমি তাদের আর খোঁজ জানি না। পুলিশের মাধ্যমে জানতে পারি তারা মারা গেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ উল্লেখ্য. বুধবার সকালে উত্তরার জসিম উদ্দিন রোড এলাকার একটি বাসায় ছাদে ওই দুই গৃহকর্মীর লাশ উদ্ধারে করে পুলিশ। রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/মাকসুদ/সাইফ