জাতীয়

রমজানে রাজধানীর ১১ স্থানে হলিডে মার্কেট

নিজস্ব প্রতিবেদক : হকারদের সুবিধার্থে রমজান মাসে ঢাকার দুই সিটি করপোরেশন নির্ধারিত ১১টি স্পটে হলিডে মার্কেট চালু রাখা হবে। শুধু রমজান মাসেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি ঢাকার দুই সিটি করপোরেশনে দেওয়া হয়েছে। রমজান মাসে প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঐ হলিডে মার্কেটগুলো খোলা থাকবে। যেসব জায়গায় হলিডে মার্কেট বসবে রমনা জোন: কার্পেট গলি (মৎস ভবন হতে শিল্পকলা একাডেমি), নালার পাড় (কাঁটাবন হতে শাহবাগের দিকে প্রথম গলি)। মতিঝিল জোন: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা। বক চত্বর থেকে পূবালী ব্যাংক লিংক রোড পর্যন্ত (দিলকুশা রোড) বসবে। ওয়ারী জোন: যাত্রবাড়ী চৌরাস্তার পূর্ব পার্শ্ব। তেজগাঁও জোন: (লালমাটিয়া মাঠ আড়ং এর পেছনে) ও সলিমুল্লাহ রোডের পানির ট্যাংক মাঠ। মিরপুর জোন: মিরপুর-১ হতে রাইনখোলা ও হারুন মোল্লাহ ঈদগাহ মাঠ। উত্তরা জোন: জমজম টাওয়ারের পশ্চিম পার্শ্বে খালি প্লট, কাবাব ফ্যাক্টরির সামনের খালি চত্বর। এই নিয়ে মোট ১১টি স্পটে হলিডে মার্কেট চালু থাকবে।

       

রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/আসাদ/সাইফ