জাতীয়

‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংবিধান অনুযায়ী আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। দেশে নারী ও সংখালঘুদের ওপর যেভাবে নির্যাতন-অত্যাচারের ঘটনা ঘটছে তাতে আমরা বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি বলে আশঙ্কা হচ্ছে। যেসব ঘটনা ঘটে চলেছে, এগুলো ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক। বুধবার ৮ মে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত নাগরিক সম্প্রীতি সভায় তিনি এসব বলেন। সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে প্রতিনিয়ত নির্যাতন, জুলুমের ঘটনা ঘটছে। তাদের ভূমি জবরদখল করা হচ্ছে। তাদের মানবাধিকার রক্ষায় সরকার উদাসীন। যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাণা দাশগুপ্ত বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশ সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। কিন্তু সমাজে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনার দিকে তাকালে মনে হয়, আমরা যেন পাকিস্তানি ধ্যান-ধারণা বা আদর্শ ভুলতে পারছি না। দেশে রাজনীতি নিজেই অসুস্থ হয়ে পড়েছে। দেশের বর্তমান অবস্থা দেখে মনে হয়, রাষ্ট্র ক্ষমতায় কে আছে আর কে গেল তাতে খুব একটা পার্থক্য করা যায় না। সভায় আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের টেকনোক্র্যাট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৯/সাওন/রফিক