জাতীয়

বীমা করপোরেশন বিলসহ তিন বিলে রাষ্ট্রপতির সম্মতি

সচিবালয় প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তার সম্মতির মধ্য দিয়ে বিলগুলো আইনে পরিণত হলো। বিলগুলো হচ্ছে- উদ্ভিদের জাত সংরক্ষণ বিল-২০১৯, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯ ও বীমা করপোরেশন বিল-২০১৯। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলা ৫ কার্যদিবসের এই অধিবেশনে ওই তিনটি বিল পাস হয়। আগামী ১১ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৯/হাসান/সাইফ