জাতীয়

তানিয়ার ধর্ষণকারী-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়ার গণধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি তুলে ধরা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারী সেলের নেত্রী লুনা নূরের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসুর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ফোরামের সংগঠক সুলতানা আক্তার, জলি তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, গত ৬ মে কিশোরগঞ্জের বাজিতপুরে স্বর্ণলতা পরিবহনের চলন্ত বাসে ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু কিশোরগঞ্জের বাসে এই বর্বরতা নয়, সারা দেশেই নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বেড়েই চলেছে। প্রতিদিন পত্রিকা খুললে খুন-ধর্ষণ-অপহরণ-নির্যাতনের ঘটনা। একটি নির্যাতনের ঘটনা বীভৎসতায়, বর্বরতায় আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে। এই মে মাসের প্রথম ৮ দিনে ৪১ জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে ১৮৯ জন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে ১৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। তারা বলেন, নারী-শিশু নির্যাতন এত ভয়াবহ মাত্রায় আসার একটি অন্যতম কারণ বিচার না হওয়া। এরে আগে চলন্ত বাসে ধর্ষণের পর কলেজছাত্রী রূপা হত্যা মামলার আসামিদের ফাঁসির রায় অনুমোদনের জন্য এক বছরের বেশি সময় আগে হাইকোর্টে ডেথ রেভারেন্স পাঠানো হলেও তার ওপর এখনো শুনানি হয়নি।  তিন বছর হয়ে গেছে তনু হত্যা মামলার চার্জশিটই গঠিত হয়নি। রিশা হত্যা মামলা ঝুলে আছে। আর কল্পনা চাকমার অপহরণ মামলার তো ২১ বছর পার হয়ে গেল। বক্তারা বলেন, নির্যাতনের যত ঘটনা দেশে ঘটে তার অধিকাংশ ক্ষেত্রে মামলা হয় না। যেসব ক্ষেত্রে মামলা হয় সেগুলোও বছরের পর বছর ঝুলতে থাকে। সহজে নিষ্পত্তি হয় না। দেখা যায়, যে মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে তার মাত্র ৩ শতাংশের সাজা হয়েছে। বিচারের বাণী যেন নিভৃতে কাঁদে! একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। যদি বিচার হতো, ধর্ষক দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে ধর্ষকরা ভয় পেত। সামাজিকভাবে বিচ্ছিন্ন হতো। সমাবেশ থেকে নারী-শিশু নির্যাতক-ধর্ষক-হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি ও নারী-শিশু ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা। এদিন ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদ নামের একটি সংগঠনও শাহীনুর আক্তার তানিয়ার গণধর্ষণকারী ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

   

রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৯/মামুন খান/সাইফুল