জাতীয়

দুর্নীতি রোধে শত সুপারিশের বার্ষিক প্রতিবেদন দাখিল সোমবার

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন প্রাতিষ্ঠানিক দপ্তরের শতাধিক সুপারিশসহ  ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন দাখিল করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকাল ৫টায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি সর্বোচ্চ প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট এ প্রতিবেদন দাখিল করবেন। এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন। দুর্নীতি দমন কমিশন আইনের অনুশাসন অনুসারে প্রতি বছর এ প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দাখিল করা হয়। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের জন্য কমিশনের কার্য-সম্পাদন, সম্পাদিত কাজের অভ্যন্তরীণ ও বাহ্যিক জবাবদিহিতা, সরকার প্রদত্ত সম্পদের ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য এবং কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।  গত বছর ৮ এপ্রিল  ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে দাখিল করেছিল সংস্থাটি। বার্ষিক প্রতিবেদনে দুদকের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স, আয়কর বিভাগ, কাস্টমস ও ভ্যাট বিভাগের দুর্নীতি প্রতিরোধে সুপারিশ করা হয়েছিল। এছাড়া আরো ৬টি খাতে বিভিন্ন বিষয় সংস্কার চেয়ে সুপারিশ করে দুদক। ওই প্রতিবেদনে ২০১৭ সালে দুদকে ১৭ হাজার ৯৫৩টি অভিযোগ,  ১ হাজার ৪৪৫টি অভিযোগ অনুসন্ধান ও ২৭৩টি মামলা করা তথ্য দেওয়া হয়। রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/এম এ রহমান/সাইফ