জাতীয়

দুই প্রাইভেটকারের সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালকসহ সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবারের প্রাইভেটকার ও অন্য একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। উবারের গাড়ির চালকসহ আহতদের ঢামেকে পাঠানো হয়েছে। দুটি প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তার পরিবারের সাতজন ঢাকায় আসেন। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে সেখান থেকে উবার প্রাইভেটকারে করে ধানমন্ডির একটি হাসপাতালে যাচ্ছিলেন তারা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত ফুলবিবিকে উদ্ধার করে ঢামেকে আনলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাতজন। রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৯/নূর/রফিক