জাতীয়

টিকিট ছাড়াই ফিরতে হচ্ছে অনেককে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের মতো আজ চলছে বাসের আগাম টিকেট বিক্রি।  কিন্তু কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। শনিবার সকালে এসি বাসের টিকিট চেয়ে মিলেছে নন-এসি বাসের টিকিট। সামনের আসন চেয়ে যাত্রীরা পেয়েছেন পেছনের আসন। তারও খানিক বাদে কোনো টিকিটই পাওয়া যায়নি। গতকাল শুক্রবার থেকে রাজধানীর গাবতলী ও এর আশপাশের এলাকায় সকাল ৬টায় শুরু হয় ঈদের আগাম টিকিট বিক্রি। যা চলবে আগামীকাল রোববার পর্যন্ত। শনিবার রাজধানী গাবতলীর বেশ কয়েকটি বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, হাতে গোনা দুই একটি ছাড়া কোনোটিতেই ঈদের অগ্রিম টিকিট নেই। কাউন্টারের কর্মীরা জানান ৩ মে এর সব টিকিট গতকালই বিক্রি হয়ে গেছে। দুই একটি বাসে ৪ তারিখের টিকিট আছে। তাও প্রায় শেষের দিকে। যারা ৩ জুনের টিকেট পাচ্ছে না, তারা ৪ জুনের টিকিট নিয়ে নিচ্ছে। গাবতলী সাকুরা পরিবহন কাউন্টারের কর্মী নয়ন জানান, সকালে বিক্রি শুরুর দেড় থেকে ২ ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। শ্যামলী কাউন্টারে গেলে সেখান থেকেও জানানো হয় ঈদের আগের সব টিকিট শেষ। অন্যদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার পেছনে পরিবহন সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রীরা। তাদের অভিযোগ, চড়া দামে বিক্রির উদ্দেশ্যে কাউন্টার কর্মী ও পরিবহন মালিক-শ্রমিকদের যোগসাজশে গড়ে ওঠা সিন্ডিকেট সিংহভাগ টিকিট নিজেদের দখলে রেখে দিয়েছে। পাশাপাশি টিকিট সংকটের পাশাপাশি বরাবরের মতো রয়েছে অতিরিক্ত দাম রাখার অভিযোগও করছেন যাত্রীরা। রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৯/নাসির/ইভা