জাতীয়

বিএসএমইউর ‘প্রশ্নবিদ্ধ’ পরীক্ষার ফলাফল বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমইউ) মেডিকেল অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল  প্রশ্নবিদ্ধ অ্যাখ্যায়িত করে তা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন পরিক্ষার্থী চিকিৎসকরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হুসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, ‘সম্পূর্ণরূপে বিতর্কিত ও অগ্রহণযোগ্য এই নিয়োগের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ প্রমাণসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তারা সেটাকে গ্রাহ্য না করে আমাদের আশ্বাস দিয়ে এক নিয়োগ নাটক উপস্থাপন করেছে। তাই অবিলম্বে আমরা ফলাফল বাতিল করে পুনঃনিরীক্ষণের দাবি জানাচ্ছি। বক্তারা অভিযোগ করে বলেন, ‘নিয়োগের জন্য আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ হলেও তার বেশি বয়সের অনেক প্রার্থী আবেদন করে বৈধ প্রার্থীর তালিকায় থেকে উত্তীর্ণ পর্যন্ত হয়েছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. মাইনুল হাসান শিপন, ডা. তুষার, ডা. রাফি সজল, ডা. দাউদ চৌধুরী পলাশ, ডা. মুবিন, ডা. তমাল, ডা. প্লাবনসহ অনেকে।

প্রসঙ্গত, গত ১২ থেকে বিএসএমএমইউ ক্যাম্পাসে টানা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন এই নিয়োগপ্রত্যাশীরা। রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৯/মেহেদী/শাহনেওয়াজ