জাতীয়

রূপপুরে অনিয়ম : বা‌লিশ হাতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবা‌সিক ভবনের জন্য আসবাবপত্র কেনা ও সেসব ফ্ল্যাটে ওঠা‌নো নি‌য়ে দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে। সর্বত্রই এখন আলোচনার বিষয় রূপপুরে অনিয়ম। ফেসবুক থেকে রাজপথ, সবখানে চলছে প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বালিশ হাতে নিয়ে মানববন্ধন ও বি‌ক্ষোভ ক‌রেছেন বাংলাদেশ গণঐক্যের নেতাকর্মীরা। বাংলাদেশ গণঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, আমি নতুন প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখন দেখি মেগা প্রজেক্টে মহা লুটপাটের উৎসব চলছে তখন আমি হতাশ হই। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যখন দেখি, বুয়ার বেতন, গাড়িচালকের বেতন, প্রকল্প পরিচালকের বেতন, সর্বশেষ বালিশের দাম ও ভবনে তোলার খরচ আকাশচুম্বী, তখন জাতি হিসেবে আমরা লজ্জিত হই। যখন দেখি কৃষক ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধানক্ষেতে আগুন দেয়, বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর বিচার হয় না, যখন ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকে, বিচার কার কাছে চাইব, ভেবে কূল পাই না। বাংলাদেশ গণঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ ব‌লেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যে হরিলুট তা ইতিহাসে সেরা।  মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গণঐক্যের প্রচার সম্পাদক জাহাঙ্গির আলম। রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৯/সাওন/রফিক