জাতীয়

এসডিজির লক্ষ্য অর্জনে বিভাগীয় পর্যায়ে কমিটি

সচিবালয় প্রতিবেদক : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজিএস) অর্জন নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ ২০৩০ অর্জন নিশ্চিতকল্পে বিভাগীয় পর্যায়ে সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা এবং ব্যক্তিখাতে পরিচালিত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য ‘টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজিএস) বাস্তবায়ন ও সমন্বয়সম্পর্কিত বিভাগীয় কমিটি’ গঠন করেছে। বিভাগীয় কমিশনারকে সভাপতি করে কমিটিতে বিভাগীয় পর্যায়ে অবস্থিত মন্ত্রণালয় বা বিভাগসমূহের আওতাধীন দপ্তর, সংস্থা, কার্যালয়ের প্রধান, জেলা প্রশাসকদের সদস্য রাখা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি (২ জন পুরুষ ও ২ জন মহিলা সভাপতি কর্তৃক মনোনীত) সদস্য হিসেবে রয়েছেন ওই কমিটিতে। রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/হাসান/ইভা