জাতীয়

দেশে ফিরেছেন ভূমধ্যসাগরে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোরে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ বিমানযোগে দেশে পৌঁছান তারা। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। গত ১০ মে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৭০/৭৫ জনের একদল অভিবাসী সাগর পথে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। পরবর্তীতে তিউনিসিয়ার কোস্ট গার্ড ১৫ বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে উদ্ধার করে। তাদের তিউনিসিয়ার জারজিস শহরে চিকিৎসাসেবা দেওয়া হয়। ডুবে যাওয়াদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪ জনই ছিলেন বাংলাদেশি। পরে সরকারের পক্ষ থেকে নিহত ৩৯ বাংলাদেশির একটি তালিকা প্রকাশ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/হাসান/মাকসুদ/রফিক