জাতীয়

‘পুলিশ কারো ওপর বল প্রয়োগ করে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ কারো ওপর বল প্রয়োগ করে না, লাঠি ঘুরায় না, ক্ষমতা ও দাপট দেখায় না। ভালোবেসে, ভালো সেবা দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করতে চাই। মঙ্গলবার দুপুরে মতিঝিলে ঈদের পোশাক বিতরণ শেষে তিনি আরো বলেন, ‘গায়ে নতুন কাপড় উঠবে, ঈদের দিন ভালো খাবেন। এটিই ইসলামের কথা। বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আশা করি, ২০ বছর পর ঈদের কাপড় দেয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না।’ এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্তি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মো. আব্দুল কুদ্দুস আমিন, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. মনির হোসেন, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন সরদার, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/মাকসুদ/ইভা