জাতীয়

‘খালিদ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ গুণি শিল্পীকে হারালো’

নিজস্ব প্রতিবেদক :  একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক, স্বরলিপিকার, সঙ্গীত প্রশিক্ষক খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার খালিদ হোসেনের রুহের মাগফিরাত  কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোকবার্তায় স্পিকার বলেন, খালিদ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ একজন গুণি শিল্পীকে হারালো। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। খালিদ হোসেন বুধবার দিবাগত রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। খালিদ হোসেনর মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী  ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৩ মে ২০১৯/আসাদ/রফিক