জাতীয়

নদী দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের নদী দখলকারীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘নদীরক্ষা আন্দোলনে আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। কেননা, প্রভাবশালী ও বিত্তশালী চক্রের হাত থেকে আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘সবাই একযোগে কাজ না করলে নদীগুলো রক্ষা করা সম্ভব নয়। তাই আসুন সবাই মিলে নদী দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’ ‘নদী ও পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘নোঙর ও নদী রক্ষা জোট’ নামের একটি সংগঠন। হাছান মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে সরকার নদী রক্ষায় কাজ শুরু করেছে। বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিকভাবে সব নদীকে দখলদারদের হাত থেকে রক্ষা করা হবে।’ ‘দূষিত রক্ত নিয়ে মানুষ যেমন বেঁচে থাকতে পারে না। তেমনি নদী দূষিত হলে পরিবেশের ভারসাম্য থাকে না। আর নদী ও পরিবেশের ক্ষতি হলে দেশেরও বড় ক্ষতি। তাই নদীগুলোকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে,’ বলেন হাছান মাহমুদ। সভায় জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, নাগর নদী নিরাপত্তা সামাজিক সংগঠনের সভাপতি সুমন শামস, শেখ রোকন প্রমুখ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/রেজা/রফিক