জাতীয়

‘যখনই অ‌নিয়ম দেখ‌বেন নি‌র্দ্বিধায় লিখ‌বেন’

জেষ্ঠ প্রতিবেদক : হজ এজে‌ন্সিস অ্যাসো‌সি‌য়েশনের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলে‌ছেন, ‘সাংবা‌দিক‌দের ব‌লিষ্ঠ ভূমিকার কার‌ণে আগে ট্রলিব্যাগ, কোটা বাণিজ্য নিয়ে হজ মৌসু‌মে ব্যাপক ‌যে দুর্নীতি ছিল সেগুলো আমরা বন্ধ করতে পেরেছি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় আপনা‌দের ভূমিকা অনস্বীকার্য। আপনারা যখ‌নই অ‌নিয়ম দেখ‌বেন নি‌র্দ্বিধায় লিখ‌বেন। তাহ‌লে দেশ ও জা‌তি উপকৃত হ‌বে।’ বৃহস্প‌তিবার গণমাধ্যমের ধর্মবিষয়ক রিপোর্টারদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা বলেন। হাব সভাপ‌তি ব‌লেন, ‘হজ ব্যবস্থাপনায় গত দুই বছরে অনেক উন্নতি হয়েছে। যদিও কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি। ’দুর্নীতিমুক্ত হাব গঠনে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সাংবাদিক‌দের ভূয়সী প্রশংসা করেন তিনি। আরআরএফ-এর সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলে অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন হাবের মহাসচিব ফারুক আহমেদ সরদার, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন দুই অংশের সাধারণ সম্পাদক  সোহেল হায়দার চৌধুরী ও শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, দাওয়াতে ইসলামীর সভাপতি মুফতী জহিরুল ইসলাম মুজা‌দ্দেদী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, সাবেক সিনিয়র সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদার, হাবের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, অর্থসচিব আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী,  খেলাফত আন্দোলন একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন ইকরাম, ইউনাইটেড মুসলিম উম্মাহর বাংলাদেশ কো- অডিনেটর মো. আমিন মজুমদার, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুফতী আব্দুল হাকীম, আরআরএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি  শামসুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন খেলাজত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী ও প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল, হাবের ঢাকা জোনাল ইসি সদস্য মুফতী মাওলানা মোহছিন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, খেলাফতে ইসলামীর নেতা মাওলানা আনসারুল হক ইমরান, উম্মাহ ডটকমের সম্পাদক মাওলানা মুনির আহমদ, ইনসাফের সম্পাদক মাহফুজুল হক, আরআরএফ-এর সহসভাপতি মিয়া হোসেন, কোষাধ্যক্ষ রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, দপ্তর সম্পাদক কাওসার আযম, প্রচার সম্পাদক কামরুজ্জামান বাবলু, ইসি সদস্য মনিরুজ্জামান উজ্জল, মোহসিনুল করিম লেবু প্রমুখ। ইফতারের সময় দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা ক‌রে দোয়া মোনাজাত করা হয়।

       

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৩ মে ২০১৯/নঈমুদ্দীন/সাইফুল