জাতীয়

ঈদের দিনেও থেমে নেই নাড়ির টানে বাড়ি যাওয়া

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার ঈদের দিনেও থেমে নেই নাড়ির টানে বাড়ি যাওয়া। ছুটি কিংবা কাজের প্রয়োজনে আগে যারা ঢাকা ছাড়তে পারেননি, তারা আজ নির্ঝঞ্ঝাটে বাসে বাড়ি যাচ্ছেন। গাবতলী টার্মিনাল ঘুরে দেখা গেছে, দুপুর থেকেই রাজধানী থেকে বিভিন্ন পেশার মানুষ ঈদ উপলক্ষে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। মুচি, নরসুন্দর (নাপিত), রিকশা-ভ্যান- পিক আপ চালক, ফুটপাতের দোকানিদের অনেকেই আজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। তারা ঈদের আগে একটু বাড়তি আয়ের জন্য এবং পরিবহন খরচ বাঁচাতে আজ বাড়ি যাচ্ছেন। ভিলেজ লাইন বাসে মানিকগঞ্জের ঘিওর যাচ্ছেন সুকুমার দাস। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ঈদে বাড়ি তো যেতে হবে। কেননা, বাড়ির বাইরে কেউ থাকলে তার পথ চেয়ে বসে থাকেন পরিবারের সদস্যরা। তাই দেরিতে হলেও আজ ঈদের দিন বাড়িতে যাচ্ছি। দেরিতে গেলেও ঈদের আনন্দে কমতি হবে না।’ তিনি বলেন, ‘প্রতিবছর ঈদ আসলে গলাকাটা ভাড়া আদায় করা হয়। এ বছরও একই অবস্থা। ১০০ টাকার ভাড়া ২৫০ টাকা। জিম্মি করে এভাবে গলাকাটা ভাড়া নিচ্ছে। এগুলো দেখার কেউ নেই।’ মতিঝিল ফুটপাতের ব্যবসায়ী সবুজ রাইজিংবিডিকে জানান, তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর। ঈদের আগে যাননি বাড়তি আয়ের আশায়। চানরাতে (ঈদের আগের রাত) দোকান খুললে বেশি আয় করা যায়। ঈদের দিনের যাত্রা সম্পর্কে গাবতলী ভিলেজ লাইন পরিবহনের কর্মকর্তা কাজী রঞ্জর রাইজিংবিডিকে বলেন, ‘ঈদের দিনে ঘরমুখো কিছু মানুষের যাত্রা সবসময়েই থাকে। সেই কথা মাথায় রেখে ঈদের দিনের জন্য প্রতিবছরই আমরা পরিবহনের ব্যবস্থা রাখি।’ রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৫ জুন ২০১৯/আসাদ/সাইফুল