জাতীয়

ঢাকা এখনো ফাঁকা

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের অনেকে ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন। তারা গতকাল রোববার থেকে অফিস করছেন। তবে এখনো অনেকেই ঢাকায় ফেরেননি। ফলে ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। সরকারি ও বেসরকারি অফিস খুললেও রাজধানীতে এখনো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই দেখা গেছে। বিভিন্ন শপিং মল, দোকান বন্ধ দেখা গেছে। রাস্তায় গাড়ির সংখ্যা যেমন কম, তেমনি কম মানুষের চলাফেরাও। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন মোহাম্মদ ইমরান হোসেন। ছুটি শেষ হয়ে যাওয়ায় আজ সকালে ফিরেছেন ঢাকায়। তিনি বলেন, ঈদের ছুটির সঙ্গে বাড়তি কয়েকটা দিন ছুটি নিয়েছিলাম। আগামীকাল থেকে আমার অফিস শুরু হবে। তাই আজ ঢাকায় চলে এসেছি।  ঢাকায় ফেরার টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ঢাকা থেকে যাওয়ার মতো আসার টিকিট নিয়েও সমস্যায় পড়তে হয়েছে। রংপুর থেকে ঢাকায় ফেরার ৯ থেকে ১১ জুনের সব টিকিট বিক্রি শেষ। পরে অনেক অনুরোধ করে একটু বেশি টাকা দিয়ে ইঞ্জিন কাভারের ওপর বসে ঢাকা আসতে হয়েছে। রাস্তায় যানজট ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, না রাস্তায় কোনো জ্যাম পাইনি। খুব ভালোভাবেই আসতে পেরে খুব ভালো লাগছে। এদিকে, রাজধানীতে সকাল থেকেই গণপরিবহন ছিল হাতেগোনা। রিকশাও খুব একটা চোখে পড়েনি। বেশিরভাগ দোকানপাটই ছিল বন্ধ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র কিছুটা ভিন্ন হতে দেখা গেছে। মিরপুরের বাসিন্দা আসাদ খান। তিনি পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া গিয়েছিলেন ঈদ করতে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। অফিস খুলবে আগামীকাল থেকে। দুই সন্তানের স্কুলও কাল খুলবে।

আসাদ খান বলেন, কাল থেকেই আবার সবকিছু আগের মতোই চলবে। ছেলে-মেয়েদের স্কুল তো আর বাদ দেওয়া যাবে না। রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন মানুষ। প্রায় প্রত্যেক বাস মানুষে পরিপূর্ণ। রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৯/হাসিবুল/রফিক