জাতীয়

বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্বাচল উপশহরে নির্মাণাধীন বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেছে চীনের আন্তর্জাতিক ঠিকাদার সমিতির প্রতিনিধিদল। গতকাল ১০ জুন বিকেলে অর্ধশতাধিক সদস্যের দল প্রকল্পটি পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক গন হাইফেন এবং প্রকল্প ব্যবস্থাপক চেন লং। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রটি ৮১ হাজার বর্গমিটার জমিতে নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের মধ্যে রয়েছে একটি প্রদর্শনী কেন্দ্র, একটি খোলা গ্যারেজ, একটি সরঞ্জাম সাপোর্টিং মেশিন রুম, দুটি গেস্ট হাউস, বহিরাঙ্গন পার্কিং লট। এছাড়া ৪০০ আসনের দুটি প্রদর্শনী হল, ৬০০ আসনের একটি মাল্টিকমিউনিকেশন হল এবং রেস্তোরাঁ। প্রতিনিধিদলটি বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের নির্মাণস্থল পরিদর্শন শেষে জানান, বাংলাদেশ বর্তমান প্রযুক্তিতে অনেক উন্নত। নিরাপত্তা, গুণমান, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় অনেকটা এগিয়েছে। এই এগোনো আরো সমৃদ্ধ করছে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৯/রাহাত/রফিক