জাতীয়

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৫.৫ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা আছে ৫ দশমিক ৬ শতাংশ। প্রসঙ্গত, চলতি অর্থবছর বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। সে হিসাবে বাজেটের আকার বাড়ছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/ইয়ামিন/সাইফুল/শাহনেওয়াজ