জাতীয়

ট্র্যাভেল এজেন্টের কাছে ২০ কোটি টাকা পাওনা

সংসদ প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিদেশে বাংলাদেশ বিমানের ২ হাজার ১৮৬টি ট্র্যাভেল এজেন্ট রয়েছে। এর মধ্যে ১৮টি এজেন্টের কাছে সংস্থাটির বকেয়া টাকার পরিমাণ ২০ কোটি ২ লাখ ৩৫ হাজার ৫৫৯ টাকা। এসব বকেয়া পাওয়া টাকা আদায়ে মামলা করা হয়েছে, যা বর্তমান চলমান রয়েছে। সোমবার জাতীয় সংসদে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিকালে এ অধিবেশন শুরু হয়। তিনি বলেন, কলকাতার মেসার্স কুকা ট্র্যাভেলসের কাছে ২১ লাখ ১০ হাজার ৬৬৯ টাকা, জেদ্দার আল হামরা ট্র্যাভেলের কাছে ৫ লাখ ৯২ হাজার ৯০৮ টাকা, জেদ্দার আলোকলবি ট্র্যাভেলের কাছে ৩৮ হাজার ৫৯২ টাকা, রিয়াদের মেসার্স অসফার ট্র্যাভেল অ্যান্ড টুরিজমের কাছে ৯ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৫২২ টাকা, লন্ডনের মেসার্স ইউনাইটেড ট্র্যাভেলের কাছে ২ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৩৮৭ টাকা, লন্ডনের মেসার্স বসুন্ধরার কাছে ১৮ লাখ ৪৪ হাজার ২৫৩ টাকা, লন্ডনের মেসার্স নীল আকাশের কাছে ৪৬ লাখ ৮২ হাজার ৭৯৯ টাকা, লন্ডনের মেসার্স কুশিয়ারার কাছে ৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ১৫ টাকা, লন্ডনের মেসার্স কেএমসি ট্র্যাভেলস লিমিটেডের কাছে ৩৩ লাখ ৮০ হাজার ৭৩৫ টাকা, লন্ডনের এইচএসি ট্র্যাভেলের  কাছে ১৮ লাখ ৬১ হাজার ৫০৩ টাকা, লন্ডনের মেসার্স এয়ার এক্সপ্রেস ট্র্যাভেলস অ্যান্ড টুর্সের কাছে ৪১ লাখ ৪২ হাজার ১০৩ টাকা, কুয়েতের ইন্টারনিটি ইন্টারন্যাশনাল ট্র্যাভেলসের কাছে ৩০ লাখ ৬৩ হাজার ৬৫১ টাকা, কুয়েতের সালওয়া ট্র্যাভেল অ্যান্ড টুরিজমের কাছে ২ লাখ ৫৩ হাজার ৩৫ টাকা, কুয়েতের আল ফরওয়ানিয়া ট্র্যাভেলসের কাছে ১ লাখ ৬৪ হাজার ৫৩ টাকা, কুয়েতের রামসিস ট্র্যাভেলসের কাছে ৫ লাখ ১২ হাজার ৭৫ টাকা, কুয়ালালামপুরের মেসার্স তারা ট্র্যাভেলসের কাছে ১৭ লাখ ১১ হাজার ৫৪৯ টাকা ও দাম্মামের আল নাসের ট্র্যাভেলের কাছে ৫ কোটি ৪১ লাখ ৫৮৮ টাকা। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে বকেয়া পাওয়া টাকা আদায়ের জন্য স্থানীয়ভাবে মামলা দায়ের করা হয়েছে, যাহা চলমান আছে। রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/আসাদ/সাইফ