জাতীয়

স্মার্টফোনের ওপর বর্ধিত কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের ওপর বর্ধিত কর ও আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবি)। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, হিসাব করে দেখা যায়, প্রস্তাবিত বাজেটে করহার সবমিলিয়ে ৫৭ দশমিক ৩১ শতাংশে দাঁড়াচ্ছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরে আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচসহ মোবাইল ফোন আমদানিতে করের হার রয়েছে ৩০ দশমিক ৭৫ শতাংশ। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে আগের বছরের তুলনায় করহার বাড়বে  ৯০ শতাংশ বেশি। সংগঠনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেন, বিদেশি ব্র্যান্ডগুলোকে সুবিধা না দিয়ে দেশি প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেওয়া প্রয়োজন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমান, স্মার্টফোন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাকলাইন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৯/ইয়ামিন/রফিক