জাতীয়

পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনে আ.লীগ ১৩, সতন্ত্র ৯

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ২২ উপজেলার মধ্যে ১৩টিতে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ৫টিতে। উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় এ ধাপে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে ৯টিতে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, এই ধাপে ভোটের হার ৩৮ দশমিক ৬২ শতাংশ। পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তার কয়েকটি আদালতের কারণে স্থগিত হয়েছিল। পরে সেগুলো নিষ্পত্তি করে ইসি ভোটগ্রহণের ব্যবস্থা করে। এ ধরনের ৬টি উপজেলার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। উল্লেখ্য, সর্বশেষ গত ১৮ জুন অনুষ্ঠিত ৫ম ধাপের ভোটে ২২ উপজেলায় ভোট হয়। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে আরও ১০টির মতো উপজেলায় চলতি বছরের সেপ্টেম্বর/অক্টোবরে ভোট হবে। এছাড়া কয়েকটি উপজেলা এখনও নির্বাচন উপযোগী হয়নি এবং কয়েকটি মামলার কারণে আটকে রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ