জাতীয়

২০২ দেশে ৭৪৪ পণ্য রপ্তানি

সংসদ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছরে ২০২টি দেশে ৭৪৪ ধরনের পণ্য রপ্তানি করে ৪১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্য নির্দিষ্ট কয়েকটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ১৯৭২-৭৩ অর্থবছরে মাত্র ২৫ ধরনের পণ্য ৬৮টি দেশে রপ্তানি করে ৩৪৮ মিলিয়ন ডলার আয় হয়। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি দেশে ৭৪৪ ধরনের পণ্য রপ্তানি করে ৪১ হাজার ৭ মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে মন্ত্রীর সভাপতিত্বে নিয়মিত সভা হয়। এ লক্ষ্যে প্রতিদিনি দুটি করে মোট ১৪টি দল ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত থাকে। রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৯/আসাদ/রফিক