জাতীয়

সড়ক বন্ধ করে ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টের সড়কে নেমেছেন রিকশাচালকরা।

মঙ্গলবার সকাল আটটা থেকে রাজধানীর কুড়িল-রামপুরা-মালিবাগ সড়কের বিভিন্ন অংশে রিকশাচালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এতে মালিবাগ, রামপুরা হয়ে উত্তর বাড্ডা পর্যন্ত সড়কে কোনো যানবাহন না চলায় পুরোটাই ফাঁকা রয়েছে।

এদিকে, উত্তর বাড্ডা ফুট ওভারব্রিজ থেকে নতুন বাজার যাওয়ার প্রধান সড়ক ফাঁকা পেয়ে এলাকার শিশু কিশোরদের সঙ্গে সড়কের মাঝেই ক্রিকেট খেলায় মেতেছেন রিকশাচালকরা।

 

রাস্তায় অন্যদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন আবুল হোসেন নামের একজন রিকশাচালক। তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সকাল থেকেই আমরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছি। এতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। যে কারণে ক্লান্তি দূর করতে আমরা কেউ কেউ এখানে ক্রিকেট খেলছি। অবরোধের কারণে ছোট বাচ্চারা রাস্তা ফাঁকা পেয়ে এখানে খেলছে। তাই আমরাও তাদের সঙ্গে একটু খেলতে নেমেছি’।

অপরদিকে, অন্য রিকশাচালকরা অবরোধ অব্যাহত রেখে সড়কের মাঝখানে বসে অবস্থান নিয়েছেন এবং অন্যরা দলবেধে রিকশা চলতে দেওয়ার দাবিতে মিছিল করছেন।

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/নূর/হাকিম মাহি