জাতীয়

সড়কেই রাত কাটল প্রতিবন্ধীদের

নিজস্ব প্রতিবেদক : ছয় দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন  দৃষ্টি প্রতিবন্ধীরা।

১০ জুলাই সকাল ৮টা থেকে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেইটের সামনে অনশন কর্মসূচি পালন করছেন তারা। রাতেও সেখানে ছিলেন। বৃহস্পতিবারও দেখা যায় একই স্থানে  আমরণ অনশন কর্মসূচি পালন করছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।

এর আগে ‘চাকরিপ্রত্যাশী দৃষ্টি-প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ’ এর উদ্যোগে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

নবম থেকে ২০তম গ্রেডভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় নিয়োগ, গত ১৭ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের দশম গ্রেডভুক্ত ৩৮ নম্বর রিসোর্স শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ওই পদে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে পাঠদানের জন্য শুধু উপযুক্ত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগসহ ৬ দফা দাবিতে তারা আন্দোলন করে আসছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/মিথুন/ইভা