জাতীয়

‘কিছুদিন পর সারা পৃথিবীতে বিটিভি দেখা যাবে’

সংসদ প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখনো বেশিরভাগ মানুষ বিটিভি দেখেন। বিটিভির মান উন্নয়নে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। ৬ বিভাগীয় শহরে নতুন টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল পাসের আগে সংসদ সদস্যদের জনমত যাচাই-বাছাই প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা মে মাসে ভারতের সঙ্গে ওয়ার্কিং এগ্রিমেন্ট করেছি। কয়েক সপ্তাহের মধ্যে বিটিভি সে দেশে দেখা যাবে। কিছুদিন পর মোবাইল টেলিফোন অ্যাপসের মাধ্যমে সারা পৃথিবীতে বিটিভি দেখা যাবে।’

তিনি আরো বলেন, ‘অনলাইন মিডিয়াকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনার আহ্বান জানিয়েছিলাম। এ পর্যন্ত ৮ হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে। আবেদন গ্রহণের সময় বাড়িয়ে ১৫ জুলাই করা হয়েছে। এ সময়ের মধ্যে আরো অনেক আবেদন জমা পড়বে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র উন্নয়নের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। গাজীপুরে ১০০ একর জায়গায় বঙ্গবন্ধু ফিল্ম সিটি স্থাপন করা হবে, যা হবে বিশ্বমানের ফিল্ম সিটি।’ রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/আসাদ/শাহনেওয়াজ