জাতীয়

‘দেশে খাদ্য সংকট হবে না’

সচিবালয় প্রতিবেদক: বন্যায় দেশে কোনো খাদ্য সংকট হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলেনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘কোনো সংকট নেই। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। শুধু খাদ্য গুদামে না, ত্রাণের খাদ্যও মজুদ আছে। বন্যাসহ যেকোনো দুর্যোগ   মোকাবেলা করতে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘এখন কেবল ধান লাগানোর সময়। এরমধ্যে বন্যা নেমে গেলে ধান আবারও লাগানো হবে। প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। সেখান থেকে মানুষ নির্ভেজাল পণ্য কিনতে পারবে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৬জুলাই২০১৯/আসাদ/হাকিম মাহি