জাতীয়

পার্শ্ববর্তী দেশের বৃষ্টির পানিতে আমাদের দেশে বন্যা

সচিবালয় প্রতিবেদক: বন্যায় যেখানেই বাঁধ ভেঙে যাচ্ছে, সেখানেই আমরা কাজ করছি বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, ‘যে বন্যা হচ্ছে, আমাদের কিছু করার নেই। আমাদের পার্শ্ববর্তী দেশে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পানি প্লাবিত হয়ে বাংলাদেশে নেমে আসছে। এখানে পানির পরিমাণ এতো বেশি যে, সাধারণ বাঁধ দিয়ে এই পানি ঠেকানো যাচ্ছে না। যেখানে যেখানে নদী ভাঙন হচ্ছে, আমরা জরুরি ভিত্তিতে কাজ করে ঠেকানোর চেষ্টা করছি।’  

মন্ত্রী বলেন, ‘পানি থাকলে বাঁধ সংস্কার করা যাবে না। পানি কমে গেলে আমরা সংস্কার করতে পারবো। ফেনীতে পানি কমে যাওয়ায় ইতোমধ্যে সেখানে কাজ শুরু হয়ে গেছে।’ 

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বের আবহাওয়াতে একটা পরিবর্তন হচ্ছে। চীন-যুক্তরাষ্ট্রে নদী ডুবে গেছে। এটা আবহাওয়াজনিত কারণ, এখানে কিছু করা যাবে না। তবে, যতটা সম্ভব আমাদের এটি ঠেকাতে হবে। ড্রেজিং করে নদীতে নাব্যতা আনলে এটা কমে আসবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভাটির দেশের মানুষ। উজান থেকে পানি নেমে আসবেই, আমাদের কিছু করার নেই। আমাদের নদীতে অনেক বড় চর পড়ে আছে। বর্ষাকাল আসলে নদী পানি ধারণ করতে পারে না। এই নদীগুলোতে আমরা ড্রেজিং করবো।’

জেলা প্রশাসকরা তাদের এলাকায় গিয়ে তাদের কার্যক্রম শুরু করবে এবং তারা সম্মিলিতভাবে বন্যাকে মোকাবেলা করবে বলেও মন্ত্রী জানান। 

এ সময় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৬জুলাই২০১৯/আসাদ/হাকিম মাহি